ডোমারে দুই চোর সহ ৭ আসামী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীর ডোমার উপজেলায় দুই চোরসহ সাতজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার(৩ আগষ্ট/২০২০) বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
গ্রেফতারকৃতরা হলেন, চুরি মামলার আসামী পাশ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার টেপরীগঞ্জ এলাকার মৃত রহিমুদ্দিনের ছেলে হাবিবুর(৪২), ডোমার ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার কেনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম পেচুয়া (২৩)। ওয়ারেন্টভুক্ত আসামী জোড়াবাড়ি ইউনিয়নের মৃত গোলদার হোসেনের ছেলে হামিদার রহমান (৪৭)। সন্দেহভাজন আসামী বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগাড়া এলাকার মৃত মোস্তাকিনের ছেলে ছাদিকুল হোসেন (২৮), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত সুুদান্ন কুমারের ছেলে কৃষ্ট কুমার (৩৮), একই এলাকার অঘির চন্দ্র রায়ের ছেলে অজয় কুমার (৩৬) ও বেতগাড়া এলাকার সফিউল্লাহর ছেলে হাসান মিয়া (৩২)। 
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার(২ আগষ্ট/২০২০) রাতে ডোমার থানা এসআই আজম হোসেন, এসআই কমলেশ, এএসআই মঞ্জুরুল, আনোয়ার হোসেন, নির্মাল রায় সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক স্থানে অভিযানে চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেফতার করে। 
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 6468174170802696500

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item