পানি থিতানো...

গ্রামীন ফিল্টার মেশিন। তথা বালি-চাঁড়ি-বালতি দিয়ে পানি থিতানো পদ্ধতি। পানীয় জলের (পানি) আয়রন কমাতে গ্রামবাংলায় পানি থিতানো পদ্ধতি চালু রয়েছে। গ্রামীন জনপদে মান্ধাত্ত্বা আমলের ওই পদ্ধতিতেই পানি থিতিয়ে পানযোগ্য ও রান্না-বান্নার কাজ চলছে। দিনমান পানি থিতিয়ে পারিবারিক জীবনে পানির চাহিদা মেটানো হচ্ছে। থিতানো পদ্ধতিতে চাঁড়ির মধ্যে বালি দিয়ে কয়েকস্তরে পানি থিতানো হয়। এভাবেই পীরগঞ্জের পাঁচগাছী ইউনিয়নের সিংহভাগ গ্রামবাসী জন্মের পর থেকেই জীবনযাপন করছেন। ইউনিয়নটিতে অধিকাংশ টিউবওয়েলের পানিতে আয়রনের মাত্রাতিরিক্ত পরিমান থাকায় কেউ গোসল পর্যন্ত করেন না। ওই এলাকার মানুষের কাছে পুকুর-ডোবা-নদীই গোসলের ভরসার স্থল। পুকুেরই বাসন-কোসন এবং কাপড় ধোয়ার কাজও চলছে। আয়রনযুক্ত পানি পানে দাঁতও মারাত্মকভাবে কৃষ্ণ বর্ন ধারন করেছে। শুধু পানির কারণেই অনেকে ওই ইউনিয়নে আত্মীয়তা করা কিংবা বিয়ে-সাদি দিতেও আপত্ত্বি তুলছেন বলে জাহাঙ্গীরাবাদের জয়নাল আবেদীন, মাহমুদ হাসান সেতু, কলেজ পড়–য়া ছাত্রী সীমা খাতুন জানান। প্রতিটি বাড়ীর টিউবওয়েলের পাশে পানি থিতানো হয়। অনেক ক্ষেত্রে চুরির ভয়ে থিতানো যন্ত্রপাতি তালা ঝুলিয়ে রাখা হয়। এ ব্যাপারে ইউনিয়নটির চেয়ারম্যান লুৎফর রহমান লতিব জানান, পুরো ইউনিয়নটিই আয়রন পানিতে ভরপুর। আয়রন পানি পানে অনেকেই শারীরিক সমস্যায় পড়ছেন। সরকারীভাবে আয়রনমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা করলে আমরা উপকৃত হতাম। আমাদের পাশের ইউনিয়ন মিঠিপুরেও পানির একই অবস্থা।আমাদের পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি মামুনুররশিদ মেরাজুল পীরগঞ্জের পাঁচগাছী ইউনিয়ন থেকে ছবিটি ক্যামেরাবন্দী করেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 1435508489493934550

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item