করোনা সন্দেহে নীলফামারীতে ১২ জনের নমুনা সংগ্রহ


নীলফামারী প্রতিনিধি ৩ এপ্রিল॥ করোনা সন্দেহে নীলফামারীতে ১২জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ শুক্রবার(৩ এপ্রিল/২০২০) সকালে এই নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ এর মাইক্রোবাইলজী বিভাগে স্থাপিত পিসিআর মেশিনে পরীা করার জন্য পাঠানো হয়।
সিভিল সার্জন ডাঃ রনজিত কুমার বর্মন জানান, জেলার ৬টি উপজেলায় দুই জন করে ১২ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হল। আগামীকাল শনিবার(৪ এপ্রিল/২০২০) এই ১২ জনের নমুনার রির্পোট পাওয়া যাবে। তিনি বলেন এমও-ডিসি, এমটি ইপিআই ও এমটি ল্যাব সমন্বয়ে গঠিত ৬টি টিম এ জেলায় কাজ করছে।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় আবার নতুন করে হোম কোয়রেন্টাইনে যুক্ত হয়েছে ৫জন। বর্তমানে রয়েছেন ৮৬জন। ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইন সম্পূর্ণ হয়েছে ২৫৭ জনের। তারা সকলে সুস্থ্য আছেন।

পুরোনো সংবাদ

হাইলাইটস 6281746379707996951

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item