সুন্দরগঞ্জে মানা হচ্ছে না হোম কোয়ারেন্টাইন
https://www.obolokon24.com/2020/03/gaibqndhq.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে যথা নিয়মে মানা হচ্ছে না হোম কোয়ারেন্টাইন। ফলে করোনা ভাইরাস সংক্রমণ পজিটিভ আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার জানান, জেলার সাদুল্যাপুর উপজেলার হাবিল্যা গ্রামে একটি বিয়ে অনুষ্ঠানে আগত যুক্তরাষ্ট্র প্রাবাসী মা-ছেলের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ পজিটিভ দেখা দেয়ায় ঐ বিয়েতে অংশ গ্রহণকারী এ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামের ২৮ সনাতন ধর্মাবলম্বী (হিন্দু পরিবার) কে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া, এ উপজেলার বিভিন্ন গ্রামে আরও ১’শ ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছুটি দেয়া হয়েছে। এখন ১’শ ৮০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে এখন পর্যন্ত এ উপজেলার কোন মানুষের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ পজিটিভ পাওয়া যায়নি।
বিভিন্ন সূত্র জানায়, সাদুল্যাপুরের ঐ বিয়েতে অংশ গ্রহণকারী সুন্দরগঞ্জ উপজেলার আরও কয়েকটি পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইন না মেনে চলাফেরা করছেন। এছাড়া, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিজ নিজ বাড়ি তথা সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থানরত নিজ ঘরে ফিরে আসা ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইন না মেনে অবাধে চলাফেরা ও হাট-বাজার করছেন। এদিকে, এক পরিসংখ্যানে জানা যায়, এ উপজেলার মোট সাড়ে ৬’শ জন ব্যক্তি (প্রায়) বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসে রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই স্বদেশের নিজ বাড়ি তথা উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লায় ফিরে এসে নির্বিঘ্নেই হাট-বাজারসহ অবাধে চলা-ফেরা করছেন। বাড়িতে ফিরে আসা এসব ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইন না মানায় করোনা ভাইরাস সংক্রমণ পজিটিভ আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষজন। এ ব্যাপারে উপজলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, স্বেচ্ছাসেবীদেরসহ প্রশাসনের আশু-হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন আতঙ্কগ্রস্থ এসব মানুষজন।