ডোমারে ৫ মোটরসাইকেল আরোহী ও ঔষধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
https://www.obolokon24.com/2020/03/domar_73.html
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ৫মোটর সাইকেল আরহী ও ঔষধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
শুক্রবার সকাল থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত উপজেলা বিভিন্ন হাট বাজারে বিশেষ অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানসহ সঙ্গীয় ফোর্স বোড়াগাড়ী, জোড়াবাড়ী, গোমনাতী, বসুনিয়ার হাট ও ডোমার বাজারে অভিযান চালায়। তাদের মধ্যে মোটর সাইকেল আরহী শাহিনুর ইসলাম, রাকিব হাসান, মিলন ইসলাম, মোকছেদুল ইসলাম, আনিছুজ্জামানকে ট্র্যাফিক আইন ২০১৮ এর ৬৬ধারা মোতাবেক প্রত্যেককে ১হাজার করে ৫ হাজার টাকা। অপরদিকে ডোমার বিদ্যুৎ অফিস সংলগ্ন পপুলার ফার্মেসীর স্বাত্ত্বাধীকারী জামান আহমেদ একটি মাক্স ১২০ টাকা দরে বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মেতাবেক ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, দেশে করোনা ভাইরাস আতংকে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারনা করছে। এ ছাড়াও কোন মানুষজন অযথা রাস্তা ঘাটে বা হোটেল রেস্তরায় জটলা পাকিয়ে ঘোরাঘুরি করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
#