শেরপুর পুটিমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষায় শিক্ষা পরিচালকের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধির তদন্ত সম্পন্ন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী শেরপুর পুটিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতির নিয়োগ বানিজ্য সহ নানা অনিয়ম দূর্নীতি বন্ধে ও কমিটি বাতিলের দাবীতে এলাকাবাসীর অব্যাহত আন্দোলন সংগ্রাম বিক্ষোভ মিছিল সমাবেশ এর আলোকে এবং শিক্ষার পরিবেশ রক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিচালকের নেতৃত্বে ৩ সদস্যে প্রতিনিধি তদন্ত সম্পন্ন। গতকাল বুধবার দুপুর ১২ টায় মাউশি’র রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর ড. একেএম সিরাজুল ইসলাম এর নেতৃত্বে মাউশি’র উপ-পরিচালক (কলেজ) ও মাউশি’র সহকারী পরিচালক (কলেজ) মোঃ আনোয়ার পারভেজ তদন্ত সম্পন্ন করেছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সেলিনা রহমান, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান প্রামানিক লিপ্টন (সর্ণপদক চেয়ারম্যান), অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাইমুন ইসলাম মারুফ, সাধারন সম্পাদক আকতারুজ্জামান মানিক, আলমবিধিতর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম মেম্বার, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবু নলিন্দ্র নাথ বিশ্বাস, সভাপতি শফিকুল ইসলাম ভেলু। প্রধান শিক্ষাকে কার্যালয়ে অনুষ্ঠিত তদন্তে প্রতিষ্ঠানের নানা অনিয়ম দূর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য প্রধান করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, জমিদাতা গণেশ চন্দ্র রায়, জমিদাতা রুহুল ইসলাম, জমিদাতা রামকৃষ্ণ গোস্মামী, জমিদাতা ননী গোপাল মহন্ত, জমিদাতা আবুল হোসেন, জমিদাতা লোকনাথ সরকার, ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য শাহাবুদ্দিন ভোলা ও আতিয়ার রহমান সহ এলাকার ৩০ জন সুধী ব্যক্তি। এছাড়া উক্ত তদন্তে প্রায় ২ হাজার জনসাধারনের আগমনে প্রথমের দিকে তদন্ত কর্মকর্তারা আতঙ্কে পড়লেও এই সব অভিভাবক, সুধী ও এলাকার জনসাধারনের জোরালো দাবীর প্রেক্ষিতে অত্র প্রতিষ্ঠানের নিয়োগ বানিজ্য সহ নানা অনিয়ম দূর্নীতির চিত্রটি ফুঠে উঠেছে। সরজমিনে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সাংবাদিককে জানান ২ মাস আগে  এলাকাবাসীরা প্রধান শিক্ষকের কাছে দাবী তুলেছিলেন ম্যানেজিং কমিটি গঠনে জমিদাতা সদস্যদের সমন্বয়ে যেন কমিটি গঠন করা হয়। কিন্তু প্রধান শিক্ষক এলাকাবাসীর দাবী উপেক্ষা করে তার মনগড়া পকেটস্থ্য লোক দ্বারায় সভাপতি ও সদস্য নির্বাচিত করে সিলেকশনে তিনি কমিটি গঠন করেন। উক্ত কমিটি বাতিলের দাবীতে গত ২ মাস ধরে এলাকাবাসীরা বিক্ষোভ মিছিল সমাবেশ সহ নানা আন্দোলন সংগ্রাম অব্যাহত চালিয়ে যাওয়ার নির্মিত্তে শিক্ষা পরিচালকের এই তদন্ত।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 115224145617582396

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item