ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে ভাতিজার আঘাতে চাচা নিহত ॥ গ্রেফতার ১
https://www.obolokon24.com/2017/10/dimla_4.html
নীলফামারীর ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে চাচা জামিদুল হক (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি খালিশা চাপানি ইউনিয়নের খালিশা চাপানি মাদ্রাসা পাড়ার মৃত্য জমির উদ্দিন ওরফে টটেয়া মামুদের পুত্র। এ ঘটনায় পুলিশ আনোয়ার হোসেনের পিতা ছমির উদ্দিন (৭০)কে গ্রেফতার করেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, জমি নিয়ে পাশ্ববর্তী ছমির উদ্দিনের পুত্র আনোয়ার হোসেনের সাথে জামিদুল হকের দীর্ঘদিন থেকে দ্বন্দ চলে আসছিল। মঙ্গলবার সকালে খালিশা চাপানি মাদ্রাসাপাড়া বাজার সংলগ্ন ৫শতাংশ জমির মালিক আনোয়ার হোসেন হলেও তিনি চাচা জামিদুল হকের আরো জমি জোরপূর্বক দখল করতে গেলে ওই সংঘর্ষ বাধে।
এ সময় আনোয়ার হোসেনের লোকজন জামিদুল হকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সঙ্গা হারিয়ে ফেলে তিনি। স্থানীয় লোকজন জামিনুর রহমানকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করেন। ডিমলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জামিনুরের অবনতি হলে দ্রুত রংপুর হাসপাতালে হস্তান্তর করা হয়।সেদিনই রাত সাড়ে ৯টার দিকে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামিনুর মৃত্যুবরন করেন।
বুধবার দুপুরে জামিনুর রহমানের লাশ রংপুর কোতয়ালী থানায় ময়না তদন্ত সম্পন্ন করা হয়। নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার বলেন, জমি নিয়ে নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জামিনুর রহমানের মৃত্যু হয়েছে। ডিমলা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ঘটনাস্থলে পুলিশ তদন্ত করেছে। প্রাথমিক তদন্তে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে মর্মে জানা যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১জনকে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেথা পর্যন্ত থানায় মামলা হয়নি তবে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে মর্মে পুলিশ নিশ্চিত করেছেন।