জলঢাকায় ওসির চমক গাঁজাসহ গ্রেফতার-০৩।। মামলা ও কারাদন্ড

মর্তুজা ইসলাম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় পূনর্বহাল হয়ে ওসি মোস্তাফিজার রহমান আবারো মাদক ব্যবসায়ীদের আতংক হয়ে উঠলেন। বুধবার অফিসে বসেই বৃহস্পতিবার বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত দুই কেজি সাত পুরিয়া গাজাসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হন।থানা সূত্র জানায়,আজ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৌলমারী বানপাড়া এলাকায় গাজা পাচারকালে হাতিবান্ধা এলাকার মৃত লোকমান আলীর ছেলে আব্দুস সাত্তার(৬৫) ও ভোটমারী হাতিবান্ধা এলাকার আব্দুল কাদেরের ছেলে মহুবর রহমান (৩৫)কে দুই কেজি গাজাসহ এসআই আনিছুর রহমানের নেতৃত্বে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে  সন্ধ্যায় এএসআই মহাদেব-এর নেতৃত্বে মীরগঞ্জ হাট থেকে অমূল্য(৪০) নামে একজনকে ছয় পুরিয়া গাজাসহ গ্রেফতার করেন।  মাদক ব্যবসায়ী অমূল্যকে রাত ৮টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ:রাশেদুল হক প্রধান ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এনিয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, 'যতক্ষণ পর্যন্ত এই চেয়ারে থাকবো জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।' উল্লেখ্য,১৬ অক্টোবর ওসি মোস্তাফিজার রহমানের বদলী আদেশ প্রতাহারের দাবীতে "জলঢাকা নাগরিক সমাজ" মানববন্ধন করে। এতে উচ্চমহল বদলী আদেশ প্রত্যাহার করে জলঢাকা থানায় বুধবার তাকে পূনর্বহাল করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3107359997360101888

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item