ডোমারের গোমনাতীতে ছাত্রদের আন্দোলনের মুখে দখলমুক্ত হলো খেলার মাঠ

 জাহিদুল আলম প্রধান রফিক
-ছাত্রদের আন্দোলনের মুখে দখলমুক্ত হলো নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠের অবৈধদখল। বৃহষ্পতিবার (২৭শে অক্টোবর) রাতে অবৈধ দখল উচ্ছেদ করা হয়। গোমনাতী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে  অবৈধ ভাবে একটি দোকান বসলে সকালে স্কুলের মাঠ দখলের মহোৎসব শুরু হয়।দখলদাররা বাঁশের খুঁটি গেড়ে যে যার মতো মাঠের চারপাশ দখল করে নেয়। এই নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাএরা স্কুল কতৃপক্ষকে জানালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ দখলদারদের ৩ ঘন্টা সময় দেন।সময় অতিক্রান্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি দখলদারদের জানিয়ে দেন।

কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার পরেও দখলদাররা মাঠ না ছাড়লে ফুঁসে উঠে ছাত্ররা।বিক্ষুব্ধ ছাত্ররা  সন্ধ্যায় স্কুলের গেটে তালা দেয় এবং রাস্তা অবরোধ করে রাখে। আবরোধের ফলে এ সময় ভীষন যানজটের সৃষ্টি হয়।পরে গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দূল হামিদ ও স্থানীয় ইউপি সদস্যগন এসে গ্রাম পুলিশের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।এ সময় আব্দুল হামিদ বলেন,আজকে দখলকরা দোকানগুলো উচ্ছেদ হয়েছে পূর্বের যেসব দোকান অবৈধভাবে রয়েছে সেগুলো উচ্ছেদের বিষয়ে তিনি আইনী পদক্ষেপ নিবেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5565847667835891857

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item