সৈয়দপুর শহরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর শহরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক ও উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব।
সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মোছা. সাজেদা আখতার।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান খান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর এ টি এম মোফাখ-খারুল ইসলাম,বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি মো. জোবায়দুর রহমান শাহীন, অভিভাবক তারামুন বেগম, মো. রফিকুল ইসলাম ও সাংবাদিক সাকির হোসেন বাদল।
পরে প্রধান অতিথি নজরুল ইসলাম খান বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে একটি করে নতুন টিফিন বক্স তুলে দেন।    

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 982967619822483150

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item