ডোমার উপজেলার৭২ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জঙ্গী বিরোধী মানববন্ধন ও সমাবেশ

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী মানববন্ধন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭২ টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, স্কুল এ্যান্ড কলেজে সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক যোগে স্ব-স্ব প্রতিষ্ঠানের ব্যানারে এ মানব বন্ধন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১ ঘটিকায় ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় সন্ত্রাস নয় শান্তি চাই,শঙ্কা মুক্ত জীবন চাই এই বিষয়কে সামনে রেখে মানব বন্ধন ও মানববন্ধন শেষে ছাত্র সমাবেশ অধ্যক্ষ শামসুদ্দিন হোসাইনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক  সহিদুল ইসলাম। অপরদিকে সকাল ১১ ঘটিকায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে ছাত্র,শিক্ষকদের ব্যানারে জঙ্গী বিরোধী মানববন্ধনে প্রধান শিক্ষক রবিউল আলমের  সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, জাবেদুল ইসলাম সানবিন, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক রওশন রশীদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন। অপরদিকে ডোমার সরকারী বালিকা বিদ্যালয়ে জঙ্গী বিরোধী মানবন্ধন আয়োজন করেন, প্রধান শিক্ষক হামিদুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক সহিদুল ইসলাম, সাহানা বিলকিস, হাসনা হেনা, আব্দুর রশিদ প্রমূখ বক্তব্য রাখেন।উপজেলার গোমনাতী হাজী তছির উদ্দিন দাখিল মাদ্রাসায় প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট  আসাদুজ্জামানের সভাপতিত্বে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।এছাড়া গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়,গোমনাতী শহীদ জিয়া বালিকা বিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের সভাপতিত্বে মানব বন্ধন পালন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন জানান, ডোমার উপজেলার ৭২টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা,স্কুল এ্যান্ড কলেজে এক সাথে জঙ্গী বিরোধী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4319800892253127128

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item