সৈয়দপুরে স্বাচিপ’র উদোগে মুজিববর্ষের আলোচনা ও জন্মশত বার্ষিকীর স্মরনিকার মোড়ক উন্মোচন


 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নীলফামারীর সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে  মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও জন্মশত বার্ষিকীর স্মরনিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) শহরের বিমানবন্দর সড়কে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম এবং বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডা. ইকবাল আর্সলান ও মহাসচিব ডা. এম এ আজিজ।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডা.  শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক  ডা. মো. জাকিরুল ইসলাম লেলিন, দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মমিনুল হক, নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. রবিউল ইসলাম শাহ্, নীলফামারী সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,  পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি ম. আ শামীম, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ডা. মো. নুরুন্নবী লাইজু, স্বাচিপ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুল হক দুলাল,  ও কার্যকরী সদস্য ডা. শাহ্ মো. মতিয়ার রহমান, ডা. ষষ্টীচরণ চক্রবর্তী প্রমূখ।

 স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার যুগ্ম সম্পাদক ডা. মো. রাইসুল কবীর পুরো আলোচনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।

 এর আগে অতিথিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর স্মরনিকার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।                  


পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 2789766328906285326

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item