বেতগাড়ী ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুরের গংগাচড়া উপজেলার ১নং বেতগাড়ী ইউনিয়ন পরিষদের বার্ষিক ২০১৭/১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা। এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় ইউপি ভবন মাঠে বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মহল সহ বিপুল সংখ্যক নারী পুুরুষের সমবেতর মধ্য দিয়ে এক বাজেট সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গংগাচড়া উপজেলার নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান প্রামাণিক লিপ্টন (স্বর্ণপদকপ্রাপ্ত) এর  সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক শিক্ষানুরাগী সামছুল আলম মাস্টার, ইউপি সচিব আতিয়ার রহমান, ইউপি সদস্য নুরুজ্জামান নয়া, সংরক্ষিত মহিলা সদস্য লাইলুন্নাহার রীনা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফিরোজ ইফতিয়ার শাহ্ রোমান, আনোয়ারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, গজেন্দ্র নাথ সরকার, বাবুল মিয়া, ধনেন্দ্র নাথ রায়, গোপাল চন্দ্র মহন্ত, নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য ঝর্ণা রানী রায়, সুধা রানী রায়, অনুষ্ঠানটি পরিচালনা করেন আশরাফুজ্জামান। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান প্রামাণিক লিপ্টন সমবেত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের  উত্তর প্রদান শেষে তিনি ঘোষণা করেন বেতগাড়ী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে প্রতিষ্ঠান করার প্রত্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সহ নানা সামাজিক কর্মসূচী গ্রহন করেছেন। এছাড়াও ইউনিয়নের গৃহহীন, আশ্রয়হীন নাগরিক বা জনগনকে পুনর্বাসনের জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। এই সব উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য তিনি বেতগাড়ী ইউনিয়নের সর্বোপরি আপামর সার্বিক সহযোগীতা কামনা করেছেন। এর আগে ইউপি সচিব মোঃ আতিয়ার রহমান বার্ষিক ২০১৭/১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। মোট ২ কোটি ৯০ লক্ষ ৭২ হাজার টাকা, বাজেটের নিজস্ব ২৫ লক্ষ ৮৪ হাজার টাকা ও উন্নয়ন খাত ২ কোটি ৬৪ লক্ষ ৮৮ হাজার টাকা। পরে বাজেটে আমন্ত্রিত অতিথি সহ সমবেত নাগরিক জনগন নারী পুরুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 1328766358095095375

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item