জলঢাকায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
  নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলা নববর্ষ ১৪২৯ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, সাবেক চেয়ারম্যান সৈয়দ আলী, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রধান শিক্ষক আমিনুর রহমান, রোকনুজ্জামান চৌধুরী রোকন ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ। এসময় ইউএনও মাহবুব হাসান জানান, পহেলা বৈশাখের দিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি দ মঙ্গল শোভাযাত্রা শুরু বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হবে। পরে সেখানে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও যাদু প্রদর্শণী অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।###


পুরোনো সংবাদ

নীলফামারী 545148988360902734

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item