টেপ্রীগঞ্জ এলাকায় প্রভাবশালী শাহাজান বয়াতীর অত্যাচারে নিরিহ মানুষ অতিষ্ট।

নিজস্ব প্রতিবেদকঃ

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের প্রভাবশালী শাহাজান বয়াতীর অত্যাচারে নিরিহ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এনিয়ে এলাকার উত্তেজনা বিয়াজ করছে। ঘটনাটি দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের চতুরা ডাংগী আদাবাড়ী গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত এলাকার মৃত রজব আলীর পুত্র শাহাজান বয়াতী নিজের প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গত ২০ নভেম্বর দিন মুজুর  আকতার হোসেনের  স্ত্রী ২সন্তানের জননী কল্পনা বেগম(২৩) মাতৃজনিত কারনে মারা যায়। চতুরাডাংগী কবর স্থানে দাফনের কথা থাকলেও কল্পনার স্বামী আকতারের সাথে পূর্বের শক্রুতার জের থাকার কারণে কবর দিতে বাধাঁ প্রদান করে শাহাজান বয়াতী।  উপায় না পেয়ে ৩ ডিসিমল জমি খরিদ করে হলুদ ক্ষেতে স্ত্রীকে  দাফন করে। এবিষয়ে এলাকাবাসী একত্রিত হয়ে শাহাজান বয়াতীর বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। দর্জিপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম আব্দুর রশিদ জানান, গত রমজান মাসে ভুলক্রমে আধাঘন্টা পূর্বে ফজরের আযান দেয়ায় তাকে প্রকাশ্য দিবালকে শত মানুষের সামনে বাজারে বয়াতীর ছেলে লাল মিয়া, চান মিয়া, জমির আলী মিলে বেধর মারপিট করে। নুরল ইসলাম জানান, আসাদ মেম্বারের মটর সাইকেল হারানোর বিষয়ে তাদের বিরুদ্ধে কথা বলায়, বয়াতীর দলবল মিলে নুরলকে প্রচন্ড মারপিট করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়, শেষে লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করে। সে সুস্থ হয়ে বয়াতীদের বিরুদ্ধে মামলা করে, এবং মামলায় বয়াতীর ২ ছেলে আটক হয়। এতেকরে তারা ক্ষিপ্ত হয়ে এবং মামলা তুলে নিতে হুমকি প্রদর্শন করে বলে নুরল অভিযোগ করেন। ভ’ক্তভ’গী মজিবর বলেন, তার ভোগদখলী ২৫ ডিসিমল জমি হটাৎ করে বয়াতীরা জোর পূর্বক দখল করে। এলকায় বিচার না পেয়ে আদালতে সিভিল মামলা দায়ের করায় তার উপর শুরু হয় অন্যায় অত্যাচার শারিরিক নির্যাতন।  তাদের ভয়ে কেউ প্রতিবাদ করে না। তাদের বিরুদ্ধে কথা বলায় গ্রামের অসহায় ও নিরিহ শতাধিক ব্যাক্তির নামে প্রায় ১১টি মিথ্যা মামলা দায়ের করে মানুষকে হয়রানী করছে বলে এলাকাবাসী জানান। এবিষয়ে বয়াতী ও তার ছেলে লাল মিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের নামে মিথ্যা বদনাম ছড়িয়ে হেওপ্রতিপন্ন করা চেষ্টা করছে। বয়াতীর কবল থেকে রক্ষা পেতে কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

পুরোনো সংবাদ

নীলফামারী 3515492503495887878

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item