চিলাহাটি-হলদীবাড়ী সীমান্তে৭কি:মি জুড়ে লাখো মানুষের মিলন মেলা

এআই পলাশ, ঃ
  দীর্ঘ ৪৭ বছর পর ছোট ভাই হোসেন আলী (৬৫) কে হাতের কাছে পেয়েও গলা ধরে কাঁদতে পারেননি আছিয়া বেগম (৮২)। তার এই করুন দৃশ্যটি দেখে মনে হয় দুই ভাই বোনের মাঝপথে বাধা হর্য়ে দাড়িয়েছে ভারতীয় কাঁটা তারের বেড়া। এব্যাপারে হোসেন আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৪৭ বছর পূর্বে বোন আছিয়া সহ বেশ কিছু আত্মীয় স্বজনকে ভারতে জলপাই গুড়িতে রেখে তিনি বাংলাদেশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড় ভিটা নামক স্থানে স্ত্রী সন্তানসহ বসবাস করে আসছেন।  অপরদিকে ছবি রানী (১৯) তার স্বামী ভবেশ চন্দ্রকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার আপন বড় ভাই জগদীশের সঙ্গে দেখা করার জন্য দীর্ঘ ১২ বছর পর দুই ভাই বোনের স্বাক্ষাত হওয়ায় উভয়েই আত্মচিৎকার ও কান্নায় ভেঙ্গে পড়েন ভারতীয় কাঁটা তারের বেড়ার দুদিকে।সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত নীলফামারী জেলার ডোামর উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া ভারতীয় সীমান্ত থেকে পূর্ব ৭ কিলোমিটার জুড়ে ছিল শুধু লাখো মানুষের মিলন মেলা। মিলন মেলায় ভারতীয় নাগরিকরা চিলাহাটি স্থলবন্দর ও ইমিগ্রেশন চালুর দাবিতে বিভিন্ন ব্যানার ও ফেষ্ঠুন প্রদশন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7591938006676923313

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item