ডোমারে জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আরডিআরএস বাংলাদেশ আয়োজিত। স্যোশাল পারফরমেন্স ম্যানেজমেন্ট (এসপিএম) প্রকল্পের আওতায় দলীয় সদস্যদের জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগষ্ট বৃহস্পতিবার সকালে ডোমার আরডিএরএস এরিয়া অফিস ট্রেনিং সেন্টারে এঅনুষ্ঠানের আয়োজন করা হয়। ুদ্র ঋণ প্রকল্পের শাখা ব্যাবস্থাপক বাবু নিতাই চন্দ্র কর্মকারের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের এরিয়া ম্যানেজার হারুন-অর রশিদ,
স্কোপ প্রকল্পের সিনিয়র সোস্যাল ডেভলপমেন্ট অফিসার আশরাফুল ইসলাম, প্রাইম প্রকল্পের আইজিএ ইম্পিমেন্টেশন অফিসার মশিউর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেন্ডার এডুকেশন অফিসার মোছাঃ সফুরা খাতুন, ুদ্র্র ঋণ প্রকল্পের এমআইএম অফিসার বাবু সন্তোষ কুমার, সাংবাদিক আনিছুর রহমান মানিক প্রমূখ। চার্চ অব সুইডেন (সিওএস) এর অর্থায়নে উক্ত কর্মসূচির আওতাভূক্ত বিভিন্ন দলের ২৫জন সদস্য উপস্থিত থেকে এই প্রশিণ প্রহন করেন। এরিয়া ম্যানেজার হারুন-অর রশিদ জানান, ইফটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম ও নারীর মতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ল্েয এ প্রশিণের আয়োজন করা হয়েছে।  

পুরোনো সংবাদ

নীলফামারী 1698362836521970984

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item