কাঁচা মরিচের ঝাল এখন পেয়াজে।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ ঃ রংপুরের পাগলাপীরে বিভিন্ন হাটবাজারে কাঁচা মরিচের দাম  কমে গেলেও পেয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে কাঁচা মরিচের ঝাল এখন পেয়াজে হওয়ায় ভুক্তভোগী ক্রেতা সাধারন নিম্ন আয়ের মানুষজন সহ কৃষক পরিবার গুলি পড়েছেন বিপাকে। এদিকে পাগলাপীরের কাঁচাবাজার ব্যবসায়ীরা আশাংঙ্খা করছেন ভারী বর্ষন কিংবা বৃষ্টিপাত লাগাতার হলে পেয়াজের সঙ্গে কাঁচাবাজারের অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আরও বাড়তে পারে।
স্বরজমিনে পাগলাপীরের কাঁচাবাজার নামাহাট, হরকলি, শিবেরহাট, পানবাজার, ধনতোলা, বিড়াবাড়ী, বেতগাড়ী, খলেয়া গঞ্জিপুর, চন্দনেরহাট, শলেয়াশা, খারুয়াবাধা ও মমিনপুরহাট সহ অঞ্চলের বিভিন্ন হাট বাজারে খোজ নিয়ে দেখা গেছে খুচরা ব্যবসায়ীরা যে কাঁচা মরিচের কেজি ২দিন আগে ১৮০ টাকা দরে বিক্রি করেছেন, এখন দাম কমে যাওয়ায় ১২০ টাকা কেজি বিক্রি করছে। পেয়াজ ৫০/৬০ টাকা কেজি দরে বিক্রি করলেও দাম বেড়ে যাওয়ায় এখন ৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। পাগলাপীরের নামাহাটের কাঁচা বাজার ব্যবসায়ী বাদশা সহ  কয়েকজন জানান ভারী বর্ষনের কারনে পেয়াজ আমদানি কম হচ্ছে তাই হাট বাজারে পেয়াজের দাম একটু বেড়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 8409919426224659876

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item