ডোমারে ইউড্রেন বন্ধকরে চাতাল দেয়ায় কয়েকটি পরিবার পানিবন্দি।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে প্রভাব খাটিয়ে রাস্তার ইউড্রেন বন্ধকরে চালাত নির্মাণ করায় কয়েকটি পরিবার ৩দিন ধরে পানি বন্দি। সরেজমিনে দেখাযায়, উপজেলার ডোমার ইউনিয়নের আন্ধারু মোড় এলাকার ২নং ওয়ার্ড, শাওন হিমাগার হতে সোনারায় হয়ে নীলফামারী যাওয়ার মেইন সড়কের মধ্যে প্রভাবশালী ব্যাক্তি ভাইভাই রাইচ মিলের মালিক মোফাছেল হক রাস্তার ইউড্রেনের মুখ বন্ধ করে চাতাল নির্মাণ করায় পানি নিস্কাসন ব্যাবস্থা না থাকায় একটি গ্রাম প্লাবিত হয়েছে। ৩দিন ধরে কয়েকটি পরিবার পানিবন্দি হয়ে অনাহারে অতিকষ্টে দিনাতিপাত করলেও দেখার কেউ নেই। এলাকার জনপ্রতিনিধিরা কোন খোজ খবর না নেয়ায় ােভ ও নিন্দা জানিয়েছে ভূক্তভূগীরা। এতে করে মানুষের পাশাপাশি হাঁস, মুরগী, গরু, ছাগল নিয়ে চরম বিপাকে পানিবন্দি মানুষেরা। এদের মধ্যে বেলাল, আজিজুল, আমির উদ্দিনের ঘড়বাড়ী। জয়না, রশিদুলের ধান তে তলিয়ে যায় এবং মমিন, মশিয়ার মনছরু ও মোজাফ্ফর আলীর পুকুরের মাছ বন্যায় ডুবে গিয়ে ব্যাপক য়তি হয়েছে বলে তারা জানান। সদর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম হাফিজ ২নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলামকে বারবার বলা সত্বেও তারা অদ্যবদি এলাকায় না যাওয়ায় তারা ােভে ফেটে পরে। অনেক পানি বন্দি মানুষ পাশ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে গরু, ছাগল নিয়ে আশ্রয় নিতে দেখা গেছে। অনেক পরিবার সরকারী বা বে-সরকারী কোন অনুদান না পেয়ে খোলা আকাশের নিচে রাত্রী যাপন করছে। তবে এলাকা বাসীর দাবী  চাতাল মালিক ইউড্রেনটি খুলে দিলে পানি বন্দি থেকে তারা মুক্তি পাবে।  

পুরোনো সংবাদ

নীলফামারী 2967783190537775723

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item