৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

অনলাইন ডেস্ক


করোনাভাইরাস মোকাবেলায় আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিকেলে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের জানিয়েছেন।

 তিনি বলেন, ‘আপাতত ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ মন্ত্রিপরিষদের বৈঠকে করোনা মোকাবেলায় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই দিনগুলোতে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকতে হবে। এই সময়ে সব ধরনের কোচিং, প্রাইভেটসহ আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ১ এপ্রিল শুরু হওয়া এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিশেষজ্ঞ মতামত ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে যা কিছু করা প্রয়োজন তার সবই করা হবে।
গ্রীষ্মকালীন ছুটি ও রমজানের ছুটির সঙ্গে এ ছুটি সমন্বয় করা হবে বলেও তিনি জানান।
এ ছাড়া ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5358326491928521754

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item