জলঢাকায় করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহকারি পরিচালক ডাঃ জেডএ সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন ডাঃ আরিফ হাসনাত। এসময় প্রধান অতিথি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে উপজেলা স্বাস্থ্যবিভাগের কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা কর্মচারি ও মাঠকর্মীদের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্যদের সাথে সমন্বয় করে কাজ করার আহবান জানান। এসময় সদ্য যোগদানকৃত স্বাস্থ্য কর্মকর্তা রেজওয়ানুল কবির উপজেলার ৪লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও মাঠকর্মীদের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি জানান উপজেলার শনিবার (২১ মার্চ) পর্যন্ত বিদেশ ফেরত ২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্যবিভাগের আয়োজনে অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন চিকিৎসক, মাঠ পর্যায়ে কর্মরত সকল স্বাস্থ্য কর্মকর্তা, কর্মচারী ও মাঠকর্মী গন।

পুরোনো সংবাদ

নীলফামারী 291871017085706885

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item