জলঢাকায় ক্ষুদ্র আয়ের মানুষের পাশে রাবি;র শিক্ষার্থীরা


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাসের মহামারিতে বিপাকে পড়া ক্ষুদ্র আয়ের শ্রমজীবী মানুষের বাড়ীতে শুকনা খাবার পৌছে দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৬ জন শিক্ষার্থী। আজ শনিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের লক্ষিমারী গ্রামের শ্রমজীবী ৫০ টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌছে দেন তারা। ঘুড্ডি ফাউণ্ডেশনের সহযোগিতায় খাদ্য সামগ্রীর মধ্য ছিল চাল, ডাল, আলু ও সাবান। 
এ বিষয়ে রাবির শিক্ষার্থী সুজন চন্দ্র বলেন, দেশের এ ক্রান্তিকালে সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী হিসেবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমি কর্তব্য মনে করছি। মহামারিতে তাদের অবস্থা ভয়াবহ হতে পারে সে অনুভূতি থেকে তাদের পাশে দাঁড়ানো। আমরা চাই সমাজের সকল সামর্থ্যবান মানুষ নিজ নিজ এলাকায় এসব শ্রমজীবী প্রতিবেশীর পাশে দাড়াক। তাহলেই মহামারী মোকাবেলা করা সম্ভব হবে। এসময় উপস্থিত ছিলেন একই ইউনিয়নের রাবির শিক্ষার্থী রায়হান গোলাপ, মোজাফফর রহমান জয়, আনিসুর রহমান রাশেদ, গোলাম রাব্বানী ও ঢাবি'র মধু কুমার রায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 8760495511510051519

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item