ভ্রাম্যমান আদালতে ভুয়া পরীক্ষার্থীর এক মাসের কারাদন্ড


আব্দুল আউয়াল ঠাকুরগাও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও জেলার ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী সেজে প্রক্সি দিতে আসা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  পরীক্ষা চলাকালীন সময়ে এক প্রার্থীর পক্ষে প্রক্সি পরীক্ষা দিতে এসে ধরা পড়েন আতিকুর রহমান নামের ভুয়া পরীক্ষার্থী।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের সময় তাকে চ্যালেঞ্জ করলে সে নিজের আসল পরিচয় দেন।
ভুয়া পরীক্ষার্থী দিনাজপুর নিবাসী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সহকারী প্রকৌশলী আতিকুর রহমান (২৯)। তিনি টাকার বিনিময়ে আরেকজন প্রার্থীর পরীক্ষা দিতে ঠাকুরগাঁও এসেছেন বলে স্বীকারোক্তি দেন।উপজেলা নির্বাহী অফিসার তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, পরীক্ষা কেন্দ্র‌ে পরীক্ষা দিতে আসা মোঃ আতিকুর রহমানকে দেখে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয় এবং সে স্বীকার করেন তিনি অন্য জনের পরীক্ষা দিতে এসেছেন। ভ্রাম্যমান আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে  প্র‌েরণ করা হয়েছে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 6301882137518925282

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item