শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বিস্ফোরণ : নিহত ১২৯



অনলাইন ডেস্ক



শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনার সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে ঘটনায় অন্তত ১২৯ জন নিহত ও ৩ শতাধিক অধিক মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়বে।
আজ রবিবার সকালে প্রার্থনার সময় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

 শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ইস্টার সানডের প্রার্থনার সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।’
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর কলম্বোর কোচ্চিকাড়ের অ্যান্টলি গির্জা ও কাতুয়াপিতিয়ার সেন্ট সিবেস্টিয়ান গির্জাসহ একাধিক জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার সাংরি লা, সিনামন গ্র্যান্ডের মতো বিলাসবহুল হোটেলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
শ্রীলঙ্কার এ বিস্ফোরণের বিষয়ে এখনো কোনো পক্ষ দায় স্বীকার করেনি। কেন এই বিস্ফোরণ ঘটেছে সেই সম্পর্কেও কিছু বলেনি পুলিশ। 
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন তারা বিস্ফোরণের বিষয়ে তথ্য খতিয়ে দেখছেন। 
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শিগিগরই জরুরি বৈঠকে বসবেন বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি থেকে দেখা যাচ্ছে, কাতুয়াপিটিয়াতে অবস্থিত সেন্ট সেবাস্তিয়ান নামক গির্জার ছাদ ধসে পড়েছে এবং গির্জার মূল স্থানে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতদের মধ্যে বিদেশি পর্যটকও আছেন।
শ্রীলঙ্কা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদেরই দেশ। দেশটিতে খ্রিস্টান ধর্মালম্বীদের সংখ্যা মাত্র ৬ শতাংশ। দেশটির দুই নৃতাত্ত্বিক গোষ্ঠী তামিল ও সিংহলিজ উভয়ের মধ্যেই এই ধর্মাবলম্বীদের দেখতে পাওয়া যায়।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2129579860600236007

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item