দিনাজপুরে জিহাদী বই ও লিফলেটসহ এক জেএমবি সদস্য আটক
https://www.obolokon24.com/2019/04/dinajpur_29.html
মোঃ আঃ সাত্তার ,দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুর চিরিরিবন্দরে জিহাদী বই ও জঙ্গী উদ্ধুদ্ধ করনীয় লিপলেটসহ হারুর আর রশিদ (৪০) নামক এক সক্রিয় জেএমবি সদস্যকে আটক করেছে র্যাব -১৩ । আজ সকাল সাড়ে ১০ টার দিকে জেএমবি সদস্যকে আটকের সংবাদ নিশ্চিত করেছেন দিনাজপুর র্যাব-১৩ কোম্পানী কমান্ডার সোহেল রানা প্রিন্স । আটক জেএমবি সদস্য হারুন অর রশিদ চিরিরবন্দর উপজেলার ইসুবপুর ইউনিয়নের দক্ষিন সুখদেবপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে । দিনাজপুর র্যাব -১৩ উপ-অধিনায়ক সিদ্দিক আহমেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে , জেএমবি হারুন অর রশিদ ও তার অনুসারীদেরকে নিয়ে চিরিরবন্দর উপজেলার ১০ নং নশরতপুর ইউনিয়নের পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাত ৯ টার দিকে বৈঠকে বসেছে । সেই তথ্যের ভিত্তিতে সেই বিদ্যালয় মাঠ চারদিক থেকে ঘেড়াও করে হাতে নাতে হারুন অর রশিদকে আটক করা হয় । আটকের সময় তার নিকট ১০টি জিহাদী বই ১৭ টি জিহাদে উদ্দূদ্ধকরনীয় লিপলেট উদ্ধার করা হয় । দিনাজপুর র্যাব ১৩ অধিনায়ক সোহেল রানা প্রিন্স জেএমবি সদস্য আটকের সংবাদ নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’র সংশ্লিষ্ট কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন। পরে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান ।
দিনাজপুর চিরিরিবন্দরে জিহাদী বই ও জঙ্গী উদ্ধুদ্ধ করনীয় লিপলেটসহ হারুর আর রশিদ (৪০) নামক এক সক্রিয় জেএমবি সদস্যকে আটক করেছে র্যাব -১৩ । আজ সকাল সাড়ে ১০ টার দিকে জেএমবি সদস্যকে আটকের সংবাদ নিশ্চিত করেছেন দিনাজপুর র্যাব-১৩ কোম্পানী কমান্ডার সোহেল রানা প্রিন্স । আটক জেএমবি সদস্য হারুন অর রশিদ চিরিরবন্দর উপজেলার ইসুবপুর ইউনিয়নের দক্ষিন সুখদেবপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে । দিনাজপুর র্যাব -১৩ উপ-অধিনায়ক সিদ্দিক আহমেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে , জেএমবি হারুন অর রশিদ ও তার অনুসারীদেরকে নিয়ে চিরিরবন্দর উপজেলার ১০ নং নশরতপুর ইউনিয়নের পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাত ৯ টার দিকে বৈঠকে বসেছে । সেই তথ্যের ভিত্তিতে সেই বিদ্যালয় মাঠ চারদিক থেকে ঘেড়াও করে হাতে নাতে হারুন অর রশিদকে আটক করা হয় । আটকের সময় তার নিকট ১০টি জিহাদী বই ১৭ টি জিহাদে উদ্দূদ্ধকরনীয় লিপলেট উদ্ধার করা হয় । দিনাজপুর র্যাব ১৩ অধিনায়ক সোহেল রানা প্রিন্স জেএমবি সদস্য আটকের সংবাদ নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’র সংশ্লিষ্ট কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন। পরে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান ।