দিনাজপুরে বিশ্ব টিকাদান দিবস পালিত

আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে নব-দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম বলেছেন, ২০০৯ এবং ২০১২ সালে শিশুদের রোগ প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর জন্য বাংলাদেশ গ্যাভি অ্যালায়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে। বিভিন্ন বিষয়ে টিকা প্রদানের মাধ্যমে বর্তমানে মাতৃ ও শিশু মৃত্যুহার অনেক কমে এসেছে। টিকাদানের ব্যাপারে মায়েদের আরো সচেতন করা দরকার। “কার্যকর টিকা-সকলের সুরক্ষা”-এই স্লোগান কে সামনে রেখে ২৯ এপ্রিল সোমবার জেনারেল হাসপাতালা সভাকক্ষে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় আয়োজিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আওতায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর সার্বিক সহযোগীতায় বিশ্ব টিকাদান সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুস কুদ্দুছ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুর এর উপ-পরিচালক ডাঃ আবু নছর মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী ও ডিপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুল ইসলাম। বিশ্ব টিকাদান সপ্তাহের আলোচনা সভায় আয়োজকরা জানায় ১৫-৪৯ বছর বয়সের মহিলাদের ৫টি ডোজ টিডি টিকার সময়সূচী হলো ১৫ বয়স হলেই টিডি-১ ডোজ, টিডি-১ নেওয়ার কমপক্ষে ২৮ দিন পর টিডি-২, টিডি-২ নেওয়ার কমপক্ষে ৬ মাস পর টিডি-৩, টিডি-৩ নেওয়ার কমপক্ষে ১ বছর পর টিডি-৪, টিডি-৪ নেওয়ার কমপক্ষে ১ বছর পর টিডি-৫ নিতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, আরএমও ডাঃ রায়হান সাঈদ। সার্বিক তত্ত্ববধানে ছিলেন ইপিআই জেলা সুপারিনটেন্ড মোঃ ইছামুদ্দিন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2388622957477244949

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item