মা ও শিশুর মৃত্যুর হার কমাতে ডোমারে গর্ভবতী মায়েদের নিয়ে সমাবেশ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে মা ও শিশুর মৃত্যুর হার কমাতে, প্রাতিষ্ঠানিক ডেলীভেরী বৃদ্ধির লক্ষ্যে গর্ভবতী মায়েদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায়  উপজেলার মিরজাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন জোড়াবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি। ইউপি সদস্য মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আজিজ। সাবেক শিক্ষক রজব আলী, এফসি জীবন কুমার পোদ্দার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, রিনা আফরোজ, এফপিআই আবু তাহের, এফডাব্লুএ শিরিনা বানু, নুরিমা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব, প্রসবকালীন করণীয় সেবাদানে ল্যাম্বের মাঠকর্মীদের মরামর্শ প্রদান করেন অতিথিগণ। কারিগরি সহযোগীতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ল্যাম্ব শো প্রকল্প। উক্ত সমাবেশে ৪ ও ৫নং ওয়ার্ডের শতাধীক গর্ভবতী মা অংশ নেয়। অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ কর্মসূচী পালন করা হবে বলে কর্তপক্ষ জানান।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item