পার্বতীপুরে আন্তঃনগর ট্রেনের টিকেট সহ টিকেট কালোবাজারী গ্রেফতার

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ১৬টি টিকেট সহ এক টিকেট কালোবাজারীকে হাতে নাতে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ সোমবার বেলা ৩ টায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, আজ সোমবার বেলা ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুস সাত্তার ও রেলওয়ে পুলিশের বিশেষ শাখার সহকারী সাব- ইন্সপেক্টর মোঃ আব্দুল হান্নান এক বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে পার্বতীপুর-ঢাকা ও সৈয়দপুর-ঢাকার ১৬টি আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকেটসহ টিকেট কালোবাজারী মোঃ মইনুল ইসলাম তুষার (৪০) কে হাতে নাতে গ্রেফতার করে। সে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলাধীন নয়াটোলা এলাকার মৃত এ কে এম মইদুল ইসলামের পুত্র। টিকেট কালোবাজারী মইনুল রেলওয়ে কাউন্টার থেকে টিকেটগুলো সংগ্রহ করে তার নিজ হেফাজতে রেখে পার্বতীপুর ষ্টেশনে বিক্রির চেষ্টার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধারকৃত টিকেটগুলোর মধ্যে ১১টি ২৪ সেপ্টেম্বরের, ৩টি ২৫ সেপ্টেম্বরের ও ১টি ২৭ সেপ্টেম্বরের টিকেট ছিল।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6924312602457477008

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item