ঠাকুরগাওয়ের আবারো দুর্র্ধষ ডাকাতি

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও  প্রতিনিধি : 
ঠাকুরগাওয়ের আবারো দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা একটি হাস্কিং মিলেরন নৈশ প্রহরীকে বেঁধে রেখে শতাধিক বস্তা ধান ও চাল লুট করে নিয়ে গেছে। 
শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া সবুজ সাথী  হাসকিং মিলে এ ঘটনা ঘটে।
হাসকিং মিলের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে একদল ডাকাত তার হাসকিং মিলে হানা দেয়। ডাকাতেরা নৈশ প্রহরী সানুকে আটকে রেখে ১০৪ বস্তা ধান এবং ৩২ বস্তা চাল লুট করে নিয়ে যায়। লুন্ঠিত মালের দাম প্রায় ২ লক্ষাধিক টাকা।

নৈশপ্রহরী সানু জানায়, ডাকাতেরা লুষ্ঠিত ধান চাল একটি ট্রাকে করে লুট করে নিয়ে যায়। ডাকাতেরা তার চোখমুখ বেধে রাখলেও গাড়ি স্টার্ডের শব্দ তিনি বুঝতে পেরেছেন ।শনিবার সকালে রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি প্রদীপ কুমার রায় জানান, সবুজ সাথী মিল মালিকের সঙ্গে অনেকের লেনদেন রয়েছে। কাজেই ঘটনাটি ডাকাতি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 2246417011395189254

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item