ঐচ্ছিক,সাধারণ ও উৎসব ছুটি ব্যতিত শুধু হাটের জন্য ঠাকুরগাঁওয়ের একটি স্কুল ছুটি থাকে ৮০দিন ।

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তিনি‌ধি:
ঐচ্ছিক,সাধারণ ও উৎসব ছুটি ব্যতিত শুধু হাটের জন্য ঠাকুরগাঁওয়ের একটি স্কুল ছুটি থাকে ৮০দিন । শিক্ষার্থীরা লেখাপড়ায় ক্ষতিগ্রস্ত হলেও যেন দেখার কেউ নেই।হাট ইজারাদারের কাছে জিম্মি স্কুল কর্তৃপক্ষ ।

সদর উপজেলার জগন্নাথপুর ইউপির কোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার ও
মঙ্গলবার  দুদিন পশু’র হাট বসে । হাটের দিন ক্লাস হয়না  এই স্কুলে ।এর পাশে একটি
উচ্চ বিদ্যালয় ক্লাস বন্ধ থাকে হাটের দিন ।  বছরের ৮০দিন ছুটি থাকে এই দুটি স্কুল । ৫ম শ্রেণীর ছাত্রী আয়েশার অভিযোগ বছরের সাপ্তাহিক ছুটিসহ ১১৫দিন ছুটি। এরপর হাটের জন্য ৮০দিন ক্লাস হয়না স্কুলে।
মানবাধিকার কর্মী রাজ কুমার বলেন,শহুরে কিছুটা হলেও লেখাপড়া হয় । গ্রামে শিক্ষার বেহালদশা । এর পর কারণ অকারণে ক্লাস বন্ধ,স্কুল ছুটি ।এতে আমরা সবাই ক্ষতি হচিছ বলে দাবি করেন এই মানবাধিকার কর্মী ।
স্কুল প্রধান শিক্ষক ফাতেমা খানম বলেন সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারকে একাধিকবার অবগত করার পরও সমাধান হয়নি ।

উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার বলেন সৃষ্ট এ সমস্যা শিক্ষা কমিটির সভায় উত্থাপন করা হয়েছে ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7523499563725929245

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item