নীলফামারীতে কৃষকদের সরকারের দেয়া প্রনোদনা বিতরন শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৮ অক্টোবর॥
সাম্প্রতিককালের বন্যায় ক্ষতিগ্রস্থ্য ২৩হাজার ৪৮জন কৃষক দুই দফায় সরকারী বিশেষ এই সুবিধা পেতে শুরু করেছে। আজ বুধবার দুপুরে নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসে প্রণোদনা কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্র জানায়, সাম্প্রতিক বন্যায় নীলফামারী জেলায় ৮৬হাজার ৮৮৬জন কৃষক ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্তদের মধ্যে দুই দফায় ২৩হাজার ৪৮জন প্রণোদনা পাচ্ছেন। প্রনোদনায় প্রতিজন কৃষক এক বিঘা জমিতে চাষাবাদের জন্য সরিষা, ভুট্টা, বোরোধান.বেগুন ও গম  বীজ সহ সার সুবিধা পাবে। উদ্ধোধনীর দিন সাড়ে চার হাজার কৃষককে সরিষা বীজ ও সার প্রদান করা হয়। আগামী সাতদিনের মধ্যে অন্যান্য কৃষকদের বাকী প্রনোদনা বিতরন করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4684099248350258023

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item