সরকার বন্যার্তদের পাশে আছে-পীরগঞ্জে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি

মামুনুররশিদ মেরাজুল, পীরগঞ্জ (রংপুর) থেকে ঃ 

প্রধানমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করে জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার বন্যার্তদের পাশে আছে। কোন লোকই খাদ্যের অভাবে কষ্ট পাবে না। বন্যার ব্যাপারে আমরা প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নিয়েছি। বন্যার শুরুতেই পীরগঞ্জে ৫০ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। আজও ১’শ মে. টন চাল দেয়া হচ্ছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘির মেলা উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো বন্যার্তের মাঝে ত্রাণ ও কৃষি উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন। তিনি আরও বলেন, বন্যায় রাস্তা-ঘাট, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে।
এর আগে সকাল ১০ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপজেলা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে বাল্য বিবাহ প্রতিরোধের মাধ্যমে মাতৃ মৃত্যু হ্রাসকরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মু. আব্দুর রউফ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউএনএফপিএ’র কান্ট্রি ডিরেক্টর ইউরোকাতো, সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপি, ঢাকা-৪ আসনের এমপি সানজিদা খানম, সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ.ই.ম গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মিজানুর রহমান, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা আ’লীগ নেতা একেএম ছায়াদত হোসেন বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ। গতকাল তিনি বিমানযোগে সৈয়দপুরে আসেন এবং বিমানযোগেই ঢাকা ফিরেন।

আমরা সেগুলো সংস্কারে উদ্যোগ নিয়েছি। পীরগঞ্জের কাবিলপুর, চতরা, চৈত্রকোল ও টুকুরিয়া ইউনিয়নে বন্যায় বেশী ক্ষতি হয়েছে। ওই অনুষ্ঠানে কাবিলপুর ইউপি আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ওয়াহিদুজব্জামান, জেলা পরিষদের প্রশাসক সাফিয়া খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি জানান, কাবিলপুরে বন্যায় ৩’শ ২৫ জনকে ঘর মেরামতের জন্য ৫ লাখ টাকা, ২ হাজার বন্যার্তের মাঝে ২০ কেজি করে চাল দেয়া হলো। এরপর তিনি চতরা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান বিতরন করেন। এতে গোলাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, ওই ইউপি আ’লীগের সম্পাদক রেজওয়ানুল হক ননতু।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6350720597716297349

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item