চিকনগুনিয়া ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করলেন রসিক মেয়র

এস.কে.মামুন

আজ বুধবার রংপুর সিটি কর্পোরেশনের  ২৪নং ওয়ার্ডের গুপ্তপাড়া এলাকায় চিকনগুনিয়া ডেঙ্গু প্রতিরোধে আবাসিক এলাকার নালা ড্রেন সমুহে মশক নিধন স্প্রেকরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী)।  এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাফিজ আহম্মেদ ছুট্টু,কাউন্সিলর  মাহবুবার রহমান মঞ্জু,মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব রাশেদুল ইসলাম, রসিকের স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজ, বর্জ্য ব্যবস্থাপনার প্রধান মিজানুর রহমান মিজু, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল কাইয়ুম প্রমুখ । মাননীয় মেয়র বলেন, রংপুর শহরকে যে কোন উপায়ে হেলথদি সিটি হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হবে। মেয়র আরো বলেন, রংপুর সিটি কর্পোরেশন এলাকায় কেউ  চিকনগুনিয়ার ও ডেঙ্গুঁ আক্রাক্ত হলে রংপুর সিটি কর্পোরেশনে তার পাশে থাকবে। চিকনগুনিয়ার ও ডেঙ্গুঁ প্রতিরোধে রংপুর সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারন মানুষকে সচেতন থাকতে তিনি আহবান জানান । 
উল্লেখ্য চিকনগুনিয়া ডেঙ্গুঁ প্রতিরোধে আবাসিক এলাকার নালা ড্রেন সমুহে মশক নিধন স্প্রেকরণ এই কার্যক্রমে ৩২জন কর্মী ৪টি ফগার মেশিন ও ৯টি স্প্রে মেশিন দিয়ে ২০দিনব্যাপী রংপুর সিটি কর্পোরেশনের পুরনো ১৫টি ওর্য়াড  এই কার্যক্রমের এর আওতায় থাকবে। পরে তিনি রসিকের হল রুমে সিটি গর্ভনেন্স প্রজেষ্ট এর আওতাভুক্ত সিটি কর্পোরেশনগুলোর  কর্মকর্তা ও কর্মচারীদের সাথে রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের এক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। 

পুরোনো সংবাদ

রংপুর 1898676423728167478

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item