পঞ্চগড়ে সমান ভাবে তাল মিলিয়ে হচ্ছে নানা অপরাধ

মো: তোতা মিয়া পঞ্চগড়  প্রতিনিধি:
পঞ্চগড়ে সমান ভাবে তাল মিলিয়ে হচ্ছে নানা অপরাধ পঞ্চগড়ে ঠেকানো যাচ্ছে না বাল্য বিয়ে।এ বিষয়ে কতৃপক্ষ নিরব। প্রতিটি গ্রাম মহল্লায় বিভিন্ন কৌশল দেখিয়ে এবং এফিডেভিট এর মাধ্যমে বা মুন্সি দিয়ে বিয়ে দিয়েই চলছে কিছু কিছু কন্যা দায় গ্রস্থ পিতা-মাতা। তারা ভাবছেন নাবালিকা মেয়েকে কোন রকম বিয়ে দিতে পারলে বুঝি দায়িত্ব শেষ হয়ে যাবে। তারা জানেনা যে, এই ভুলটি তাদের আদরের সন্তানটিকে কত বড় ঝুকির মুখে ফেলে দিচ্ছে। এসব বাল্য বিয়ে শতকরা ৯০% ভাগেই বিচ্ছেদ হতে দেখা গেছে। তা ছাড়া নানা অসুখ এমনকি মৃত্যুর মত ঝুকিতে তাদের জীবনের শেষ বেলা কাটাতে হয়। তাছাড়াও সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মামলা মোকদ্দমা  মোকাবেলা করতে হয় শুধু এই বাল্য বিয়ের কারণে। তাই বাল্য বিয়ে প্রতিরোধ করা আমাদের সকলরেই নৈতিক দায়িত্ব। তাছাড়া আমাদের সমাজে আরো একটি বিষয় না বললে নয় যেমন বিভিন্ন মহল্লায় মাদককের প্রভাব বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে বিভিন্ন এলাকায় র্ধষন ও জুয়া। যেসব স্থানে জুয়ার আসর জমে সেসব স্থান হলো পঞ্চগড়ের ধাক্কামারা বাস টার্মিনাল সংলগ্ন এলাকার জুয়া বোর্ড মাস্টার মো: কৌসিক, ষ্টেশন এলাকার বোর্ড মাস্টার মনু মিয়া। পাঞ্চগড় সদরের বোর্ড বাজার এলাকায় নজরুল, অমর খানার শীমান্ত এলাকার শাহআলম, মডেল বাজার এলাকার বিখ্যাত জুয়ারু মো: আমির হোসেন, গোয়াল ঝার এলাকায় হারুন ও আনোয়ার। তাছাড়াও পঞ্চগড়ের আনাচে কানাচে চোখে পড়ে ছোট বড় জুয়ার আসর। এলাকাবাসীর দাবী উদ্ধতন কর্মকর্তাদের নজর দারি ও র্নিমূল করা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1276982652383923070

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item