তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ছাত্রলীগের ত্রাণ বিতরণ


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৯ জুলাই॥
নীলফামারীতে ডিমলা উপজেলায় তিস্তা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। আজ বুধবার দুপুরে উপজেলার ডালিয়ায় অবস্থিত তিস্তা কলেজ মাঠে ওই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। 

জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, কেন্দ্রিয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সহ সম্পাদক রুহুল আমিন, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ফরহাদুরজ্জামান মনির, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক সজল কুমার ভৌমিক, উপ সাহিত্য সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, টেপাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক প্রমুখ। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার। 
এসময় কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন,‘আমরা বিভিন্ন গণমাধ্যমে জেনেছি আপনারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। সারাদেশে এভাবে মানুষের পাশে ছুটে যাচ্ছে আওয়ামী লীগসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। কিন্তু বিএনপির কোন নেতাকর্মী আপনাদের কাছে আসেননি। আপনারা বন্যায় ভাসছেন আর বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন।
এসময় তিনি বলেন, দেশ এগিয়ে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ২০২১ সালের মধ্যে দেশে ত্রাণ নেওয়ার কোন লোক থাকবে না। 
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল জানান, তিস্তায় বন্যায় দুই শতাধিক ক্ষতিগ্রস্তের মাঝে জেলা ছাত্রলীগের ব্যাক্তিগত অর্থায়নে দুই শতাধিক পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল, ২ কেজি আলু, আধা কেজি মসুর ডাল, চিড়া, গুড়, লবন ও পাঁচটি করে খাওয়ার স্যালাইন দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যায় ভিটে হারা পূর্বছাতনাই ইউনিয়নের আটটি পরিবারকে নগদ এক হাজার টাকা করে সহযোগীতা দেওয়া হয়েছে। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1533763141432675763

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item