পীরগঞ্জে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরনবিধি লংঘনের অভিযোগ

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ 
      
পীরগঞ্জে ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আচরনবিধি লংঘন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রচার কাজে  বাঁধা দেয়া, হুমকি প্রদানসহ গালিগালাজ করার অভিযোগে রিটার্নিং অফিসারের কাছে এক চেয়ারম্যান প্রার্থী লিখিত অভিযোগ করেছেন। উপজেলার বড়আলমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাফিজার রহমান ওই অভিযোগ করেন।
অভিযোগ ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, আগামী ১৬ এপ্রিল উপজেলার বড়আলমপুর ইউনিয়নে নির্বাচন হবে। ওই নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী ঢাকায় বসবাসকারী মোদাববেরুল ইসলাম সাজুর সাথে (নৌকা প্রতীক) সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী হাফিজার রহমানও (আনারস প্রতীক) প্রতিদ্বন্দ্বীতা করছেন। হাফিজার রহমান এলাকায় থাকায় এবং সমাজসেবামুলক কাজে সময় দেয়ায় তিনি হেভিওয়েট প্রার্থী হিসেবে ভোটারদের মাঝে তার মজবুত অবস্থান করে নিয়েছেন। তার নির্বাচনী ইমেজের কারণে নৌকা প্রতীকের প্রার্থী ও কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হাফিজার রহমানের নির্বাচনী প্রচারে বাঁধা দেয়া হচ্ছে। পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শনও করার অভিযোগে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসারকে হাফিজার রহমান লিখিত অভিযোগ করেছেন এবং সংশ্লিষ্ট বিভাগে অনুলিপি দিয়েছেন। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে হাফিজার শংকা প্রকাশ করেছেন। এ ব্যাপারে ওই চেয়ারম্যান প্রার্থী জানান, সরকার সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধ পরিকর হলেও আমাদের ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সাজু ও তার কর্মীলা এর ব্যত্যয় ঘটানোর অপচেষ্টা করছে। ভোট নিয়ে অন্যায় কিছু করলে জনগণ এর সমুচিত জবাব দিবেন। ইউএনও কমল কুমার ঘোষ বলেন, অভিযোগের অনুলিপি পেয়েছি। আমরা বিষয়টি দেখছি।

পুরোনো সংবাদ

রংপুর 6350265013173636167

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item