জলঢাকায় ভূট্রা ও বিটি বেগুন প্রদর্শনীর মাঠ দিবস

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
ভূট্রা ও বিটি বেগুন চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার ভূট্রা ও বিটি বেগুন প্রদর্শনীর ২ টি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে সকালে কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই এলাকায় রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত ভূট্রা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আদর্শ কৃষক রোস্তম আলীর সভাপতিত্বে জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক। একই দিন বিকালে শৌলমারী ইউনিয়নের মাস্টার পাড়ায় বিটি বেগুন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণজিৎ কুমার পলাশের সভাপতিত্বে জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক। আমন্ত্রিত অতিথি ছিলেন শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াহিদজ্জামান রুবেল। মাঠ দিবসদ্বয়ে ভূট্রা ও বিটি বেগুন চাষাবাদের গুরুত্ব, কলাকৌশল এবং আধুনিক কৃষি প্রযুক্তিসমূহ নিয়ে আলোচনা করে প্রচলিত চাষাবাদ কমিয়ে ভূট্রা ও বিটি বেগুন চাষাবাদ বৃদ্ধির জন্য কৃষকদের উৎসাহ প্রদান করা হয়। মাঠ দিবসদ্বয়ে বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6507437977550952940

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item