সুন্দরবন রক্ষায় জাতীয় কমিটির রংপুরে রাজপথে গণঅবস্থান

এস.কে.মামুন

রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সকল অপতৎপরতা বন্ধ ও বিদ্যুৎ সংকটের সমাধানে জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল ২৫ ফেব্রুয়ারি’ ১৭ সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত দেশব্যাপী রাজপথ/সড়ক/মহাসড়কে গণঅবস্থান কর্মসূচীর অংশ হিসেবে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি রংপুর জেলা শাখার পার্কের মোড় এ গণঅবস্থান কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য জননেতা শাহাদাত হোসেন এর সভাপতিত্বে, জাতীয় কমিটি, রংপুর এর সদস্য সচিব বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু’র পরিচালনায় উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন বিজ্ঞান চেতনা পরিষদ রংপুর এর সংগঠক রায়হান কবীর, গণসংহতি আন্দোলন, রংপুর জেলা শাখার সংগঠক প্রত্যয়ী মিজান, বাসদ রংপুর জেলা শাখার সমন্বয়ক আব্দুল কুদ্দুস, গণতন্ত্রী পার্টির নেতা নিপেন্দ্রনাথ রায়, জাতীয় কমিটি, রংপুর এর আহবায়ক অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ। এছাড়াও প্রগতিশীল ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রদীপ বর্মন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সাজু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা, উদীচি শিল্পীগোষ্ঠী বেরোবি শাখা সংগঠক সিরাজ প্রমুখ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4205637981926755948

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item