সৈয়দপুরে বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোছা. মীম। “ম্যাজিস্ট্রেট” লেখা নেমপ্লেট বুকে লাগিয়ে বিদ্যালয়ের বারান্দায় বসে আছেন। তাঁর পাশে বসে আছেন প্রিসাইডিং অফিসার। দায়িত্বে আছেন আইনশৃংখলাবাহিনী সদস্যরাও (পুলিশ)। বিদ্যালয়ের  চত্বরে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে একে একে ভোট কেন্দ্রের বুথে ঢুকছে ক্ষুদ্রে শিক্ষার্থীরা। তারা পোলিং এবং সহকারি পোলিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে যাচ্ছে। সেখানে ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে ভোট (সীল) দিচ্ছি। শেষে ভোটগ্রহন (বুথ) কক্ষে টেবিলের ওপর রাখা ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলে বেরিয়ে আসছে। আর পাশে বসে ভোটারদের সনাক্ত করছেন প্রার্থীর এজেন্ট। আর এ ভোট গ্রহনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমাদের দেশের স্থানীয় সরকার নির্বাচন কিংবা জাতীয় সংসদ নির্বাচনের আদলে হচ্ছে। এ নির্বাচন কার্যক্রমে বিদালয়ের শিক্ষক-শিক্ষিকাদের  কোন সংশ্লিষ্টতা নেই।  নির্বাচনের সব কার্যক্রম করছে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। গতকাল (শনিবার) সৈয়দপুর পৌরসভার এলাকার বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ওই দৃশ্য চোখে পড়ে। ওই বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন - ২০১৭। মূলতঃ স্কুল জীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ রয়েছে সরকারীভাবে। সেই নির্দেশ মোতাবেক নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। গোটা বিদ্যালয় চত্বরে ছিল নির্বাচনী আমেজ। এ নির্বাচনকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক অভিভাবকও তাদের আদরের সন্তানদের এ কার্যক্রম দেখতে ছুঁটে আসেন বিদ্যালয় চত্বরে।
বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মো. সাজু স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব ছিল। আর প্রিজাইডিং অফিসার ছিল একই শ্রেণীর ছাত্রী সাদিয়া, সহকারি পোলিং অফিসার সুফিয়া ও পোলিং অফিসার রিফাত ।
বাঁশবাড়ী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসী আক্তার জাহান জানান, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ওই তিনটি শ্রেণীর মোট ১৪৮ জন শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোট দেয়। প্রধান শিক্ষিকা আরো জানান, এ স্টুডেন্ট নির্বাচনে ১২ জন শিক্ষার্থী প্রার্থী হয়। আর তাদের মধ্যে নির্বাচিত হয় ৭ জন।
এ নির্বাচন সরেজমিনে প্রত্যক্ষ করতে এসেছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব। এ সময় সেখানে উপস্থিত বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জোবায়দুর রহমান শাহীন, মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আশরাফুল হক বাবু, তরুণ সমাজকর্মী সোহেল আক্তার।
তাঁরা বলেন,স্কুল জীবনে এ ধরনের নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়ার মধ্যদিয়ে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে উঠবে। সেই সঙ্গে গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত করবে শিক্ষার্থীদের মধ্যে। আর ভবিষ্যতে সৎ  ও যোগ্য জাতি গঠনে গুরুত্বপূর্ণঅবদান রাখবে তারা।  

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8615465509005015914

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item