পঞ্চগড়ে ভিন্ন ভিন্ন এলাকায় তৈরি হচ্ছে অবৈধ ইজি-বাইক।


তোফাজ্জল হোসেন (তোতা),পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে অবৈধভাবে তৈরি হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক। নিয়মনীতির তোয়াক্কা না করে অসাধু মালিকরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ তৈরি করছে এসব গাড়ি। আর চালাচ্ছেন অদক্ষ চালকরা। সড়কে এসব গাড়ি চলাচল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা থাকায় পৌরসভা কোনো  ট্যাক্স আদায় করছে না। বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যাটারি চালিত গাড়ি উৎপাদন বন্ধে উল্লেখযোগ্য পদক্ষেপ না নেওয়ায় যত্রতত্র বাজার জাত হচ্ছে এসব গাড়ি। পঞ্চগড়ে পাঁচ থানায় হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিক্শা ও ভ্যান গাড়ি চলাচল করছে। এসব গাড়ি সড়কে কিংবা মহাসড়কে চলাচলের কারণে যানযটের সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে পুলিশের  অভিযান চললেও তা আবার নিস্ক্রিয় হয়ে যায়। সরেজমিনে ঘুরে দেখা যায় যে, পঞ্চগড় পাঁচ থানার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে তৈরি হচ্ছে ব্যাটারি চালিত ভ্যান রিকশা ও ইজি বাইক। এর মধ্যে পঞ্চগড় সদরে বেশি তাছাড়া ও বোদা, আটোয়ারী, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া সহ বিভিন্ন এলাকায় অবৈধ তৈরি হচ্ছে এসব গাড়ি। অটোরিকশা ও ভ্যানের চালক বা মালিকরা বলেন আমরা এলাকা ভিত্তিক মালিক সমিতিকে টাকা দিয়ে গাড়ি চালাই। মাঝে মধ্যে ট্রার্ফিক পুলিশ আটকালে বেকার বিল হিসেবে আটশত বা সাতশত টাকা দেই। সরকারি ভাবে আমাদের গাড়ি চলাচলে রোড পারমিট যাবত বাৎসরিক ট্যাক্স ধার্য্য করলে আমরা পুলিশ হয়রানি এমনকি মালিক সমিতি লোকজনের অত্যাচারের হাত থেকে রেহাই পেতাম। সর্বশেষে এটাই আমরা দেখতে পাচ্ছি যে, এসব অবৈধ অটো ভ্যান ও রিকশার কারণে অনেক জীবন অকালে হারাছে অনেক প্রাণ হারানোর বিষয়টি এজন্যই ঘটছে যে, এসব গাড়ি যারা চালাচ্ছে তারা কেওই দক্ষ চালক নন। পঞ্চগড়ে এরকম ঘটনা অনেক ঘটেছে তাতে করে দেখাগেছে এসব চালকরা টাকার লোভে এমনকি অল্প খাটনি কারণে তারা ভ্যান চালাতে সড়কে নেমেছেন আর ঘটছে সড়ক দূর্ঘটনা। আর হারাচ্ছে অকালে অনেক প্রাণ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5632346474054955967

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item