এমপি লিটন হত্যা-কাদের খানের বাড়ির আঙিনা থেকে পিস্তল-গুলি উদ্ধার


নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি::গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার হওয়া হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা জাতীয় পার্টির সাবেক এমপি কর্ণেল (অব.) ডা. আবদুল কাদের খাঁনের ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী (খানপাড়া) গ্রামের বাড়ি থেকে একটি পিস্তুল, ৬ রাউ- গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। এছাড়া হত্যার সাথে সম্পৃক্ত থাকায় আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১টার সময় কর্ণেল আবদুল কাদের খানকে কড়া পুলিশ প্রহরায় উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খাঁনপাড়া) গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে তার তথ্য মতো ভিতর উঠানের উত্তর পার্শ্বে প্রাচীরের নিকট মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৬ রাউন্ড গুলি ভতি ১টি ম্যাগজিনসহ একটি পিস্তুল ও একটি ফাঁকা ম্যাগজিন উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের পর থেকে লিটন হত্যার পরিকল্পনাকারী ও কিলারদের অর্থ যোগানদাতা জাতীয় পার্টির সাবেক এমপি কর্ণেল (অব:) আব্দুল কাদের খানের ছাপড়হাটীস্থ গ্রামের বাড়িটি জন শূন্য অবস্থায় পুলিশ পাহারায় রয়েছে। সেখানে আরোও অস্ত্র উদ্ধারের সম্ভাবনা থাকায় সংবাদ কর্মীসহ কোন মানুষকে বাড়ির ভিতর এমনকি বাহির উঠানেও প্রবেশ করতে দিচ্ছে না কর্তব্যরত পুলিশ। বাড়িতে প্রহরারত পুলিশের এসআই রফিকুল ইসলাম ও এএসআই গোলাম মোস্তফা জানান, পরবর্তী তল্লাশিসহ উদ্ধার অভিযান পরিচালনা না হওয়া পর্যন্ত বাড়ির ভিতর বা বাহির উঠানে কাউকে প্রবেশ করতে না দেয়ার বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে। এর আগে, গত বুধবার দুপুর থেকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশিরের আহম্মেদের নেতৃত্বে পুলিশ সুপার আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানসহ পুলিশের কর্মকর্তার একটি দল ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পুরো বাড়ি ঘিরে রেখে তল্লাসি চালায়। এছাড়া বাড়ির সামনের তিনটি পুকুরের পানি শ্যালো মেশিনের সেচ দিয়ে অভিযান শুরু করেন। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কর্ণেল আবদুল কাদের খানের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির ভিতর উঠানের উত্তর দিকের প্রাচীর সংলগ্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৬ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তুল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তুলটি কিলাররা এমপি লিটন হত্যাকা-ে ব্যবহার করেছিল বলেও তিনি জানান। এমপি লিটন হত্যায় ব্যবহৃত তিন ধরণের অস্ত্রের মধ্যে কর্ণেল কাদের খাঁন একটি পিস্তুল ও ১০ রাউন্ড গুলি আগেই থানায় জমা দেন। এ নিয়ে লিটন হত্যা ব্যবহৃত ৩টি অস্ত্রের মধ্যে দুটি অস্ত্র উদ্ধার হলো। অন্য অস্ত্রটিও উদ্ধার করতে পুলিশ তৎপর রয়েছে। এদিকে গত বুধবার রাতে এমপি লিটন হত্যার সাথে সম্পৃক্ত থাকায় ভেলারায় কাজীরভিটা গ্রামের তমছের আলীর ছেলে আনারুল ইসলাম রানাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন সুন্দরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান নিশ্চিত করেন।



পুরোনো সংবাদ

প্রধান খবর 2207495455037085769

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item