রংপুরে বাকশিসের মানববন্ধন

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এবং জাতীয় শিক্ষক কর্মচারীফ্রন্টের  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে রংপুর মহানগরীর কাচারীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফুলবাড়িয়া কলেজ শিক্ষকের মৃত্যুর প্রতিবাদে এবং সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে কলেজ শিক্ষকসহ সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে কালো ব্যাচ ধারণ এবং মানববন্ধন কর্মসূচী পালন করে। রংপুর জেলা বাকশিসের সভাপতি ও জাতীয় শিক্ষক কর্মচারীফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি আ হ ম জয়নুল আবেদিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক বারেক আলী, যুগ্ন সম্পাদক মোকলুবার রহমান, দপ্তর সম্পাদক সাদাদত হোসেন, আমিরুল , কালাম, লিটন মিয়া, অধ্যক্ষ মঞ্জুআরা পারভীন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, পুলিশের গুলি ও লাঠিপেটায় শিক্ষককে প্রাণ দিতে হবে, এটি মেনে নেয়া যায় না। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এটি না হলে শিক্ষক সমাজের কাছে সরকারের অর্জিত ভাবমুর্তি বিনষ্ট হবে। বক্তারা এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8950613756903433711

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item