‘১৮তম জাতীয় প্রতিবন্ধি দিবস চতরা ও আব্দুল্যাপুরে পালিত’

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ

 ১৮তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালন উপলক্ষে গতকাল চতরা অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের উদ্দ্যেগে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। দিবস টি পালন উপলক্ষে বিশেষ র‌্যালী আলোচনা সভা, মিলাদ মাহ্ফিল ও খাবার বিতারণ করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি নূর মোহাম্মদ ইদুর সভাপতিত্বে আলোচনায় অংশোগ্রহণ করেন প্রধান শিক্ষক মাতিয়ার রহমান সৈয়দ, কাম্মরুজ্জাামান (শাওন), নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, জয়নব বেগম, ফৌজিয়া খাতুন ফেরদৈাসি বেগম, সফিউরজ্জামান, শফিকুল ইসলাম, জেনারুল ইসলাম, গোফফার মন্ডল ও সোহেল রানা প্রমুখো। বক্তারা কল্যাণ সেবা পুনঃবাসন পরিবার ও সমাজে গ্রহণ যোগতা বৃদ্ধির লক্ষে শিক্ষকদেরকে আরোও নিষ্টবান হওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়াও প্রতিবন্ধিদেরকে সমাজের বোঝা নয় তাদেরকেও কৌশলের মাধ্যমে সমাজের সঙ্গে একিভূত করা যায়। এছাড়া রামনাথপুর ইউনিয়নের আব্দুল্যাপুর বুদ্ধি প্রতিবন্ধি ও অটিজম বিদ্যালয়ের উদ্দ্যেগে অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন মহিলা আঃলীগের সভাপতি শাপলা বেগমের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন ইউপি সদস্য খাইরুল ইসলাম সাবু ও আফছার আলী, ঘোলা বোর্ডেরঘর মতিয়ার রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জাজল হোসেন বাদল, সহকারী শিক্ষক আশিয়ার রহমান, চতরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, আব্দুল্যাপুর জান মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়া মাদারগঞ্জ নিউ মডেল কিন্ডার গার্ন্টেন স্কুলের প্রধান শিক্ষক এছাড়াও এলাকার গন্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বক্তরা বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি সরকারি সহায়তা প্রদান পাশাপাশি অটিজম আক্রান্ত শিশুদের সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য শিক্ষকদের আহব্বান জানান।

পুরোনো সংবাদ

রংপুর 3584771338119962519

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item