রংপুর গণগ্রন্থাগার মাঠে কবি, সাহিত্যিকদের জন্য মুক্ত মঞ্চ নির্মাণ কাজের উদ্বোধন করলেন রংপুর ডিসি রাহাত আনোয়ার

হাজী মারুফ :

রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেছেন, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ হলে তরুণ প্রজন্ম সামনের দিকে এগিয়ে যেতে  উজ্জীবিত হয়, এজন্য সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে। কেননা সাহিত্য ও সংস্কৃতিই পারে তরুণদের আলোর পথ দেখাতে। সাহিত্য ও সংস্কৃতির শুন্যতার কারনে দেশের মেধাবী তরুণরা সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো ঘৃণ্য কাজে সম্পৃক্ত হচ্ছে। তরুণদের বেশি বেশি করে সাহিত্য ও  সংস্কৃতির কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে।শনিবার রংপুর গণগ্রন্থাগার মাঠে কবি, সাহিত্যিকদের জন্য মুক্ত মঞ্চ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, এখন থেকে রংপুরের কবি সাহিত্যিকরা বৈকালীক সাহিত্য চর্চা, বিভিন্ন দিবসে ছোট ছোট বৈঠকি অনুষ্ঠান এই মঞ্চে করার সুযোগ পাবে। ফলে সাহিত্য চর্চা রংপুর কে আরো এগিয়ে যাবে। তিনি রংপুরের সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রসার ঘটানোর জন্য যে পরিবেশ দরকার তা পর্যায়ক্রমে করার কথাও বলেন। মুক্ত মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. এটিএম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি প্রিয় সিন্ধু তালুকদার, এনডিসি খালেদা খাতুন রেখা, শিল্পকলা একাডেমী রংপুরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাওহারুল ইসলাম, উত্তরণ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম হীরা, অভিযাত্রিকের সাধারণ সম্পাদক ও ছড়া সংসদ রংপুরের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম, নাট্য ব্যক্তিত্ব ইফতেখার আলম রাজ, বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জাকির আহমদ, কবি ও সাংবাদিক মজনুর রহমান, ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক ও সাহিত্যের কাগজ মৌচাকের সম্পাদক রেজাউল করিম জীবন, সাংস্কৃতিক সংগঠক মোকছুদার রহমান মুকুল, মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন সৈকত, ছড়াকার ও সাংবাদিক এস এম শহীদুল ইসলাম, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সাবেক সম্পাদক শহীদুর রহমান সাহেদ, ক্রীড়া সম্পাদক আলী হায়দার রনি প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নাট্য ব্যক্তিত্ব হাসান আলী। উল্লেখ্য জেলা প্রশাসক রাহাত আনোয়ারের ঐকান্তিক চেষ্টায় এবং উদ্যোগে রংপুর টাউনহল মাঠে সাহিত্য ও সংস্কৃতি কর্মী এবং সাহিত্য ও সংস্কৃতি অনুরাগীদের বসার জন্য বকুল তলা টাইলস করা, পাইকরের গোড়ালি টাইলস করা হচ্ছে। এর আগে ২০১৩ সালের কয়েকজন সাহিত্য ও সংস্কৃতি কর্মীর নিরলস প্রচেষ্টায় বকুল তলা নির্মাণ করা হয়।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 122415855081161903

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item