সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ডোমারের গোমনাতী ডিগ্রী কলেজের মানববন্ধন

জাহিদুল আলম প্রধান রফিকঃ
“সন্ত্রাস নয় শান্তি চাই শঙ্কা মুক্ত জীবন চাই” এই স্লোগান নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করে প্রতিবাদ জানাল নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মচারীরা। আজ সোমবার সকাল ১১.০০ থেকে ১২.০০ টা পর্যন্ত কলেজের ফটকের সামনের সড়কে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে গোমনাতী কলেজের অধ্যক্ষ মো. ফরিদুল ইসলাম রিমুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান, প্রভাষক ওয়াজুল ইসলাম, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক আব্দুল মালেক, প্রভাষক গৌরাঙ্গ চন্দ্র রায়,অফিস সহকারী নুর ইসলাম প্রমূখ।বক্তারা তাদেও বক্তব্যে বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে, কার সঙ্গে মিশছে সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। সেই সঙ্গে পরিবার, অভিভাবক, শিক্ষক, শিক্ষা-প্রতিষ্ঠান, সমাজকর্মী ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনোই জঙ্গিবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে না। মানুষ হত্যা করে কেউ জান্নাত লাভের আশা করতে পারে না। সভাপতি তার বক্তব্যে বলেন,ধর্ম যার যার রাষ্ট্র সবার,যারা নির্বিচারে মানুষ হত্যা করছে তারা ইসলাম ও মানবতার শক্র। তাই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসময় সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তিনি।
মানববন্ধন শেষে জঙ্গিবাদ বিরোধী মিছিল কয়েকটি সড়ক ঘুরে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 2978896838899162539

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item