ডিমলায় দিন ব্যাপি চলছে নতুন বাংলাদেশীদের বর্ষপূর্তি অনুষ্ঠান

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা প্রতিনিধিঃ
নিজ ভূখন্ডে নিজেদের পতাকার নীচে দাড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার আনন্দ  নিয়ে নীলফামারীর চারটি বিলুপ্ত ঘোষিত সিট মহলের মানুষ আজ বাংলাদেশের সাথে সম্পৃক্ত হওয়ার প্রথম বার্ষিকী পালন করেছে।১৯৭৪ স্থলসীমান্ত চুক্তি (মুজিব-ইন্দিরা চুক্তি) বাস্তবায়নের অংশ হিসেবে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে ভারত ও বাংলাদেশের মধ্যে বিনিময় হয় ১৬২টি ছিটমহলের। ফলে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ১১১টি ছিটমহল বাংলাদেশের ভূ-খন্ড এবং ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের ভূ-খন্ডে অন্তর্ভূক্ত হয়।এতে দুই দেশেরই মানচিত্র পায় পূর্ণতা আর ছিটমহলবাসী পায় দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি। অবসান ঘটে দীর্ঘদিনের বঞ্চনা আর মানবিক সমস্যার।
দিনটির স্মরণে  ডিমলায় বিলুপ্ত ছিটমহলবাসীরা নানা আয়োজনে পালন করছে নতুন বাংলাদেশী  হওয়ার বর্ষপূর্তি।বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পতাকা উত্তোলন, র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সিট মহলে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে রাস্তা ঘাট, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, মৎস্য চাষ প্রশিক্ষন, যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষন, কৃষি বিষয়ক প্রশিক্ষন আরো অন্যান্য উন্নয়ন মুলক কর্মকান্ড হয়েছে। ৩১ নং নগর জিগা বাড়ীর ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, মইনুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল খালেক প্রমূখ।


পুরোনো সংবাদ

নীলফামারী 8478783744605002897

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item