রংপুরে সীডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস,কে,মামুন :


সীড কর্তৃক বাস্তবায়িত অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগীতায় রংপুর জেলার কাউনিয়া ও পীরগাছা উপজেলার 
Resilience through Economic empowerment, Climate change Adaptation, leadership and learning (REECALL) প্রকল্পটি বাস্তবায়ন কর্মকান্ড নিয়ে গতকাল রংপুর মহানগরীর পাবরিক লাইব্রেরী হলে এক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় আলোচনা করেন সীডের রি-কল প্রকল্পের প্রকল্প সম্বনয়কারী বঙ্কিম চন্দ্র সাহা। তিনি বলেন, প্রকল্পটি  ৩৭টি কমিউনিটি বেইজ ওরগানাইজেশন (সিবিও) এর মাধ্যমে চরাঞ্চলের  ৭৯৬২ টি পরিবারে প্রায় ২১০০০ জনগোষ্টিকে সম্পৃক্ত করনের মাধ্যমে ঘাত সহিষ্ণু  জীবিকায়ন গড়ে তুলতে নিবিড় ভাবে কাজ করছে।  প্রকল্পের বিভিন্নু কার্যক্রম যেমন, দূর্যোগ ঝুকি হ্রাস, প্রশিক্ষনের মাধ্যমে দরিদ্র নারীদের দক্ষতা বৃদ্ধি, কৃষি ও অকৃষি খাতে ভ্যলু চেইনের মাধ্যমে প্রেইভেট ও পাবলিক সেক্টরের সহায়তায় নারীদের অর্থিক ক্ষমতায়ন, সরকারী ও বেসরকারী সেবা প্রতিষ্ঠানের সেবা সমূহ দারিদ্র বান্ধব করন, দুগ্ধ ভ্যলু চেইন, নারী রুপান্তিরিত নেতৃত্ব ও ক্ষমতায়নের বিভিন্ন কার্যক্রম । এছড়াও  ক্যাম্পেইন, গণসমাবেশ, কর্মশালা , ইউনিয়ন ও  উপজেলা ও জেলা পর্যায়ে  বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রকল্পের কার্যক্রমের সাথে সম্পৃক্ত করন । প্রকল্পের কার্যক্রমের ফলে কর্মএলাকায় নারীদের ক্ষমতায়ন সহ অর্থিক খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। পরিবার পর্যায়ে নারীর বিরেদ্ধে সহি¯্রংতা হ্রাস পেয়েছে । এছাড়া উক্ত প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে  যোগাযোগ দক্ষতার বৃদ্ধিও মাধ্যমে গ্রামীন নারীরা ইউনিয়ন পরিষদ, উপজেলা কৃষি, উপজেলা প্রাণী সম্পদ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে সহায়তা পাচ্ছেন। প্রকল্প ভুক্ত নারীরা তাদেও পরিবার পর্যায়ে সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় অংশগ্রহন করতে পারছেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3039617193211220774

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item