ইবিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ

হুমায়ুন কবীর জীবন, ইবি প্রতিনিধি :
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছেÑ ১৭ মার্চ সকাল ১০টায় টিএসসিসি’তে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বেলা ১১টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিতে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোষ্ট, প্রক্টর, ছাত্র-উপদেষ্টাসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। র‌্যালিটি প্রশাসন ভবন চত্বর হতে শুরু হয়ে টিএসসিসিতে শেষ হবে।
বেলা সাড়ে ১১টায় টিএসসিসে’তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। সভাপতিত্ব করবেন ছাত্র-উপদেষ্টা, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। কেক কাটা ও পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7499796327354335473

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item