ডোমারে আরডিআরএস এর উদ্যোগে বিনা মূল্যে গাছের চারা বিতরণ

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে “গাছ লাগান, পরিবেশ বাচাঁন” এই শ্লোগানকে সামনে রেখে আরডিআরএস বাংলাদেশ স্যোশাল পারফরমেন্স ম্যানেজমেন্ট (এসপিএম) প্রকল্পের আওতায়। দলীয় সদস্যদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ১২আগষ্ট বুধবার সকালে ডেমার আরডিএরএস এরিয়া অফিসে এঅনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্ষুদ্র ঋণ প্রকল্পের শাখা ব্যাবস্থাপক বাবু নিতাই চন্দ্র কর্মকারের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক।
বিশেষ অতিথি ডোমার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর হাফেজ মোঃ আব্দুল হক, ক্ষুদ্র ঋণ প্রকল্পের এরিয়া ম্যানেজার হারুন-অর রশিদ। স্কোপ প্রকল্পের সিনিয়র সোস্যাল ডেভলপমেন্ট অফিসার আশরাফুল ইসলাম, প্রাইম প্রকল্পের আইজিএ ইম্পিমেন্টেশন অফিসার মশিউর রহমান, ক্ষুদ্র ঋণ প্রকল্পের এমআইএম অফিসার বাবু সন্তেÍাষ কুমার উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উক্ত কর্মসূচির আওতায় ডোমার সদর ইউনিয়নের ১হাজার দলীয় সদস্যর মাঝে বিনা মূল্যে ৫টি করে আম, লেবু, পেয়ারা, লিচু, আমলকি সহ মোট ৫হাজার চারা বিতরণ করা হয়। কৃষিবিদ এলামূল হক গাছ রোপন ও তার পরিচর্”চা সম্পর্কে বিশেষ ধারনা দেন এবং পরিবেশ রক্ষায় প্রত্যেককে বেশী বেশী করে ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানোর করামর্শ প্রদান করেন।       

পুরোনো সংবাদ

নীলফামারী 2017481349756642911

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item