পাগলাপীরে বিটের সঙ্গে ধাক্কা লেগে অল্পের জন্য পাথরবাহী ট্রাকের চালক ও হেল্পারের প্রাণ রক্ষা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি: রংপুরের পাগলাপীরে বিটের সঙ্গে ধাক্কার লেগে পাথর বাহী ট্রাকের চালক ও হেল্পার অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গাড়ীর ইঞ্জিন ভেঙ্গে চুরমার হয়ে ১০ লক্ষ টাকার ক্ষতির স্বীকার হলেন মালিক। গত রবিবার রাত্রি দেড়টায় পাগলাপীর বন্দেেরর সৈয়দপুর রোডের দীপক মিষ্টান্ন ভান্ডারের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনাটি কবলিত ঢাকা মেট্রো- ট ১৮-৪৭৫৯ নম্বরের পাথরবাহী ট্রাকটি পঞ্চগড় হতে ঢাকা যাওয়ার পথে উক্ত স্থানে সড়কের মাঝ পথে বিটের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনার স্বীকার হন। প্রত্যক্ষদর্শী আওয়ামীলীগ নেতা জোনাব আলী সহ বিভিন্ন মহল জানান, বিটের দুধারে বৈদ্যুতিক ব্যবস্থা না থাকায় দুরবর্তী যানবাহন গুলি দেখতে না পাওয়ায় এ ভাবে প্রত্যহ রাতে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তিনি পাগলাপীর বন্দরের  রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের মাঝ পথে বিটের দুধারে স্থায়ী ভাবে বৈদ্যূতিক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 1173565650513395197

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item